BREAKING NEWS
latest

মোদী সরকার আরও ১৬ কোটি পরিবারকে দেবে সস্তায় চিনি

govt give subsidised sugar to 16-crore families
সরকার আগে থেকেই ৮০ কোটি ব্যক্তি কে ৫ কিলো করে আনাজ প্রতিমাসে দেয়। বর্তমান সময়ে মোদী সরকার আরও ১৬.৩ কোটি পরিবারদের সস্তা দামে এক কিলো চিনি দেবার ব্যাপারে আলোচনা করছে। যদি এই কাজ সম্পন্ন হয় তাহলে সরকারি কোষাগারের ওপর ৪৭২৭ কোটি টাকার ভার আসতে পারে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরের আইন অনুসারে সরকার ৮০ কোটি মানুষদের ৫ কেজি আনাজ প্রতিকাসে কম দামে যোগান দে যেমন ২ টাকা কিলো গম, ৩ টাকা কিলো চাল।