
যুবক যুবতীদের মধ্যে এই গান খুবই লোকপ্রিয় হয়ে দাঁড়িয়েছে, যুবক যুবতীরা এই গানের তালে ডান্স করে বা এই গান নিজের গলায় গেয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে আপলোড করে যাচ্ছে, যে যেভাবে পারছে এই গানটি নিজের হিসাবে করে তুলছে। সোশ্যাল মিডিয়াতেও এই গান কে নিয়ে অনেক পোস্ট প্রতিনিয়ত হয়ে চলেছে কেউ গানের প্রসঙ্গ করছে কেউ আবার এই নিয়ে আলোচনা করছে।
এই গেন্দা ফুল গানটির মধ্যে বাংলায় কিছু জনপ্রিয় লিরিক্স যোগ করা হয়েছে যার ফলে গানটি আরো প্রভাব ফেলেছে। গানটির মধ্যে "বড় লোকের বেটি লো তোর লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল" এই বাংলা লিরিক্স যোগ করা হয়েছে যা এমনিতেই বাঙালিদের মধ্যে খুব লোকপ্রিয়।
এই গানে জেকলিন ফার্নান্ডিস অভিনেত্রী কে বাঙালি ও আকর্ষক ভাবে দেখানো হয়েছে। বাঙালি কালচার ও বাঙালি লিরিক্সের জন্য এই গান বাঙালিদের কাছে আরও জনপ্রিয় হয়েছে।
No comments
Post a Comment