
রানি মুখোপাধ্যায় নব্বই দশকের গোবিন্দার সহ অভিনেত্রী ছিলেন। তাঁরা দুজনে সুপারহিট জুটি ছিলেন। রানি মুখ্যোপাধ্যায় ইন্ডাস্টিতে পা রেখেই গোবিন্দার সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। শুটিং ফ্লোরে তাঁরা সব সময় একসাথেই থাকতেন এভাবেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ইন্ডাস্টিতে তাঁদের সম্পর্ক নিয়ে সবাই কানাঘুষো করতেন। কিন্তু গোবিন্দা তাঁর বৈবাহিক জীবনে সুখীই ছিলেন।
সুনিতা আহুজা সব কিছু জানতেন। তিনি জানতেন গোবিন্দা রানি মুখোপাধ্যায় অনেক দামি দামি গিফট দিয়েছেন। তা সত্বেও তিনি কিছু মুখ খুলতেন না। কিন্তু এক সময় এক সাংবাদিক সকালে রানির বাড়িতে ইন্টারভিউ এর জন্য গিয়ে গোবিন্দাকে নাইট ড্রেসে দেখতে পান। তখন সেই সাংবাদিক গোবিন্দাকে প্রশ্ন করাই গোবিন্দা বলেন তিনি ভাগ্যে বিশ্বাস করেন। তাঁর দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে। তাঁর স্ত্রী কে প্রস্তুত থাকতেও বলেছেন। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে গোবিন্দার স্ত্রী সুনিতা বাড়ি ছেড়ে চলে যান। সেই সময় রানিও গোবিন্দাকে জোড় দেন বিয়ে করার জন্য। সেই সময় গোবিন্দ তাঁর সন্তানদের বেশী গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বিবাহিক জীবন ছাড়তে চাননি সেটা রানি বুঝতে পেরে ব্রেক আপ করে দিয়েছিলেন। অনেক বছর বাদ অর্থ্যৎ ২০১৪ সালে রানি মুখ্যোপাধ্যায় আদিত্য চোপড়াকে বিয়ে করেন।
No comments
Post a Comment