BREAKING NEWS
latest

খবরের কাগজের জন্য করোনা হবার ভয় নেই, জানালে বিশেষজ্ঞরা

News Paper in Coronavirus
করোনা ভাইরাসের জন্য এই সময়ে সমস্ত জায়গায় লকডাউন চলছে আর করোনা ভাইরাস নিয়ে সঠিক তথ্যের জন্য আপনারা খবরের কাগজের ও বিভিন্ন নিউজ চেনেলের ওপর নির্ভর থাকেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে যেহেতু এই করোনা ভাইরাস এই জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় তাহলে যেই খবরের কাগজ আপনাদের বাড়িতে আসছে তার ফলে কি করোনা ভাইরাস ছড়াতে পারে ?

এই প্রশ্নের উত্তরে বিভিন্ন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে খবরের কাগজের জন্য করোনার ভয় পাবার কোনো প্রয়োজন নেই, আপনাদের বাড়িতে আসা খবরের কাগজ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত আর এর ফলে কোনো ভাবে করোনা ভাইরাস ছড়ায় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন খবরের কাগজ ছাপা থেকে বিতরণ পর্যন্ত অনেক প্রকারের সুরক্ষার কাজ করা হয়ে থাকে। খবরের কাগজের ছাপাইয়ের জন্য পেট্রোলিয়াম বেস্ট ইংকের ব্যবহার করা হয়ে থাকে যার ফলে কোনো ভাইরাস টিকতে পারে না। এছাড়া খবরের কাগজে সেনেটাইজার স্প্রে দ্বারা সুরক্ষিত করা হচ্ছে। বেশিরভাগ খবরের কাগজের প্রিন্টিং প্রেসে ছাপাই থেকে প্যাকিং করা পর্যন্ত সমস্ত কাজ মেশিনের দ্বারা হয়ে থাকে এর জন্য খবরের কাগজ কে সুরক্ষিত বলে জানানো হয়েছে।

সঠিক খবরের জন্য খবরের কাগজ পড়ুন ও ন্যাশেনাল প্রমাণিত নিউজ চ্যানেল দেখুন, সোশ্যাল মিডিয়ার খবরের ওপর ভরসা করবেন না। হোয়াটস্যাপ বা অন্নান্য মেসেনজিং এপ্লিকেশন দ্বারা ছড়ানো ভুল খবর বা গুজবে কান দেবেন না বা এমন ভুল খবর বিশ্বাস করবেন না। কোনো রকম ভুল খবর বা গুজব শেয়ার করবেন না। বাড়িতে থাকুন সুরক্ষিত থাকুন।
« PREV
NEXT »

No comments