মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে আটকে থাকা শ্রমিকদের এক গ্রূপের সাথে কথা বলেছেন। ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা চাল-ডাল পেলেও তাদের সব্জি কেনার টাকা নেই। তাদের পকেটমানি পাঠানোর কথা চিন্তা করেই এই প্রকল্পটির সিদ্ধান্ত নিয়েছেন। স্নেহের পরশ নামে প্রকল্পটির মাধ্যমে প্রত্যেক বাঙালী শ্রমিকে এক হাজার টাকা করে পাঠানো হবে।
সোমবার থেকেই এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। অন্য রাজ্যে আটকে থাকা বাঙালী শ্রমিকদের যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়। প্রত্যেক শ্রমিক অনলাইনের মাধ্যমে স্নেহের পরশ প্রকল্পটির সাহায্যে এক হাজার টাকা পেয়ে যাবে। যে সমস্ত শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গেছেন আর সেখানে লক ডাউনে আটকে পড়েছেন তাদের একাউন্টে সরাসরি পৌঁছে যাবে এক হাজার টাকা। স্নেহের পরশ প্রকল্পটির মাধ্যমে পৌঁছে যাবে রাজ্যের বাইরে থাকা বাঙালী শ্রমিকদের হাতে।
No comments
Post a Comment