BREAKING NEWS
latest

বেড়েই চলেছে রাজ্যে করোনার সংক্রমণের সংখ্যা, পুলিশ সুপারদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

corona infections is increasing in the west bengal
রাজ্যে করোনার সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। আজ রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে ১৬২তে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গা থেকে ৯০ শতাংশ করোনায় সংক্রামিত হওয়ার খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া ভাষায় জানিয়েছেন আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্যের যে সমস্ত জায়গা থেকে সংক্রমণের হার বাড়ছে অর্থাৎ যে সমস্ত এলাকা রেড জোনে রয়েছে সেই সমস্ত এলাকাগুলো পুরোপুরিভাবে লকডাউন হবে। দরকার হলে আরও পুলিশ বাড়ানো হবে। পুলিশদের আরও কঠোর হতে হবে। বাড়ির বাইরে কাউকে বেরোতে দেওয়া হবে না। দরকার হলে প্রয়োজন সামগ্রী পুলিশ বাড়িতে পৌঁছে দেবে। রাজ্য সরকার হাওড়া, উত্তর ২৪ পরগনা রেড জোন ষ্টার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হাওড়া ও কলকাতার কয়েকটি এলাকা নিয়ে চিন্তিত রয়েছেন।

স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে কয়েকটি এলাকা থেকে গত দুদিনে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাওড়া, উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি অঞ্চল কড়া লকডাউন পালন করতে হবে। কেউ কোনোমতেই বাড়ির বাইরে বেরোতে পারবেন না। বাজারে পাঁচজনের বেশি থাকা চলবে না। যে সমস্ত মানুষ লকডাউন  না মানবেন তাদের উচিৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি ১৪ দিন সময় দিয়েছেন পুলিশ প্রশাসনকে, ১৪ দিনের মধ্যে গ্রিন জোনে আনার দাবি করেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত ডাক্তার ও নার্সরা করোনার চিকিৎসা করছেন তাদের যেন কোনোভাবে বিরক্ত করা না হয়।  তারা ঠিকঠাক প্রোটেকশন নিয়েই চিকিৎসা করছেন। তিনি বলেছেন এভাবে চললে রাজ্যের অবস্থা খারাপ হয়ে যাবে। পুলিশদেরকে সঠিক প্রটেকশন নেওয়ার কথা বলেছেন। বার বার সানিটাইস করতে বলেছেন। তিনি বলেছেন আর না অনেক হয়েছে। তিনি আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন।
« PREV
NEXT »

No comments