স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে কয়েকটি এলাকা থেকে গত দুদিনে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাওড়া, উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি অঞ্চল কড়া লকডাউন পালন করতে হবে। কেউ কোনোমতেই বাড়ির বাইরে বেরোতে পারবেন না। বাজারে পাঁচজনের বেশি থাকা চলবে না। যে সমস্ত মানুষ লকডাউন না মানবেন তাদের উচিৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি ১৪ দিন সময় দিয়েছেন পুলিশ প্রশাসনকে, ১৪ দিনের মধ্যে গ্রিন জোনে আনার দাবি করেছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত ডাক্তার ও নার্সরা করোনার চিকিৎসা করছেন তাদের যেন কোনোভাবে বিরক্ত করা না হয়। তারা ঠিকঠাক প্রোটেকশন নিয়েই চিকিৎসা করছেন। তিনি বলেছেন এভাবে চললে রাজ্যের অবস্থা খারাপ হয়ে যাবে। পুলিশদেরকে সঠিক প্রটেকশন নেওয়ার কথা বলেছেন। বার বার সানিটাইস করতে বলেছেন। তিনি বলেছেন আর না অনেক হয়েছে। তিনি আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন।
No comments
Post a Comment