BREAKING NEWS
latest

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপনার কতটা ক্ষতি হচ্ছে দেখে নিন, কতটা সুরক্ষিত আপনার শরীর

Sanitizer Harmful for Body and Brain

দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সোশ্যাল ডিসটেন্স এই সব মেনে চলেছি আমরা। অর্থাৎ পরিচ্ছন্নতা হল করোনা ভাইরাস থেকে বাঁচার প্রধান উপায়। কিন্তু করোনা সংক্রমণ থেকে বাঁচতে আমরা প্রতিদিন বহুবার হ্যান্ড ওয়াশ করছি। আপনি কি জানেন আপনার হ্যান্ড ওয়াশটি ব্যবহার যোগ্য কিনা? এতে আপনার ক্ষতি হচ্ছে কিনা? আমরা বেশিরভাগই বাজারের চলতি লিকুইড হ্যান্ড ওয়াশই ব্যবহার করি।

বিশেষজ্ঞরা জানালেন, বাজারে চলতি লিকুইড হ্যান্ড ওয়াশে দুটি রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। ট্রাইক্লোসান ও ট্রাইক্লোকার্বন নাম দুটি রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। এই রাসায়নিক উপাদানগুলি জীবাণু নষ্ট করলেও এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই রাসায়নিক উপাদানগুলি অতিরিক্ত ব্যবহারে আমাদের শরীরে ক্ষতি করে। মস্তিকে না না সমস্যা দেখা দিতে পারে। মার্কিন গবেষণাগারে পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। তাঁদের দাবি শুধু হ্যান্ড ওয়াশেই নয় টুথপেস্ট, সাবান, মাউথ ওয়াশ এছাড়া ডিটারজেন্ট পাউডারে এই সব রাসায়নিক পাওয়া গিয়েছে। তাই আমাদের উচিত এই সমস্ত কিছু ব্যবহার করার আগে ভালো করে দেখে শুনে ব্যবহার করা উচিত।

সকল বিশেষজ্ঞরা বলেছেন অয়ালকোহোল দিয়ে তৈরি পণ্য দিয়ে জীবাণু মুক্ত করা যাবে। কিন্তু আমাদের হাত হ্যান্ড ওয়াশ দিয়ে না ধুলে কিভাবে পরিষ্কার করা যাবে?

তাই বাজারের চলতি হ্যান্ড ওয়াশ ব্যবহার না করে বাড়িতে হ্যান্ড ওয়াশ বানিয়ে নিন। শিশুদের সাবানে ওই সব রাসায়নিক ব্যবহার করা হয় না। আপনি ওই সাবান ব্যবহার করতে পারেন। গ্লিসারিন, ডাক্তারি স্পিরিট এই সব উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন হ্যান্ড ওয়াশ। এতে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আর আপনি সুরক্ষিতও থাকবেন। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন।
« PREV
NEXT »

No comments