BREAKING NEWS
latest

গুগল বাজারে আনতে চলেছে "গুগল স্মার্ট ডেবিট কার্ড", জেনে নিন এই কার্ড সমর্কে সব কিছু

Google Working on Smart Debit Card

গুগল দুনিয়ার সবথেকে বড় কোম্পানি যার প্রায় অধিকাংশ জিনিস আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, সেটা ইন্টারনেটে কোনো জিনিস সার্চ করা হোক বা ইমেইল পাঠানো এমন কি এই সময়ে তে গুগল পে দ্বারা টাকা পাঠানো বা বিভিন্ন বিল পেমেন্ট করা সবেতেই গুগলের ব্যবহার হয়ে থাকে।

এই বার গুগল এমন একটি জিনিস নিয়ে কাজ করছে যার ফলে আপনার ভবিষৎ অনেকটা বদলে যেতে পারে এবং আপনিও স্মার্ট হয়ে যেতে পারেন। গুগল এখন "স্মার্ট ডেবিট কার্ড" নিয়ে কাজ করছে যা অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই ডেবিট কার্ড আপনার পকেটে থাকা ডেবিট কার্ডকে বদলে দিতে পারে কার এটি সাধারণ কার্ড নয় বরং একটি একটি স্মার্ট ডেবিট কার্ড আর এখন কার না স্মার্ট হতে ভালো লাগে।

গুগল এই স্মার্ট ডেবিট কার্ড তার প্রতিদ্বন্দ্বী এপেলের স্মার্ট কার্ডকে চেলেঞ্জ অবশ্যই জানাবে। এর আগে এপেল এই ধরণের ডেবিট কার্ড তৈরী করেছে। যেহেতু ভারতীয় বাজারে গুগলের প্রভাব বেশি আছে তাই গুগল এর এই স্মার্ট ডেবিট কার্ড ভারতীয়দের জন্য নতুন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে এখন অনেক উৎসাহ দেখা যাচ্ছে।

এই কার্ড ফিজিক্যাল ও ভার্চুয়াল দুই ধরণের কাজ করতে পারবে মানে অনলাইন হোক বা রিটেল শপ সব জায়গাই এই কার্ড ব্যবহার করা যাবে। গুগল এর দ্বারা বানানো এই কার্ডে অনেক স্মার্ট ফিচার্স থাকবে যা এই কার্ড এবং আপনার একাউন্টে থাকা টাকা কে সুরক্ষিত রাখবে। দরকার হিসাবে কার্ডের বিভিন্ন ফিচার্স শুরু ও বন্ধ করা সম্ভব হবে এই কার্ডে ফিঙ্গার প্রিন্টের ও পিনের সাহায্যে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। টাকা ট্রান্সফার করা হোক বা সাধারণ কেনাকাটি সবেতেই ব্যবহার যোগ্য এই ডেবিট কার্ড আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে চলেছে।
« PREV
NEXT »

No comments