BREAKING NEWS
latest

রাজ্যে করোনা আক্রান্তে মৃত্যু এরই ২ জনের, ২৪ ঘন্টায় ২৩টি নতুন কেস

West Bengal Coronavirus Patient Increase

রাজ্যে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে শেষ ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে ২৩ টি নতুন করোনা আক্রান্ত রুগী হয়েছে আর এই মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১৭৮ দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে আরো ২ জনের আর এই নিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টি।

রাজ্যের বর্তমান অবস্থার কারণে মালদা মেডিকেল কলেজে আজ থেকে শুরু হতে চলেছে করোনার টেস্টিং। এছাড়া রাজ্য সরকার জানিয়েছেন শুধুমাত্র সরকারি হাসপাতাল নয় বরং রাজ্যের বেসরকারি হারপাতালগুলিও  কোরোনার চিকিৎসা করতে পারে। জানানো হয়েছে, যে সমস্ত প্রাইভেট হাসপাতাল যদি মনে করে তারা করোনার চিকিৎসা করতে পারবে তাহলে তারা করোনার চিকিৎসা করতে পারে। কোরোনার থেকে লড়াইয়ে সকলকে সমান কাজ করতে হবে।

করোনা টেস্টিংয়ের জন্য আইসিএমআর এর মঞ্জুরি দেওয়া একান্তই প্রয়োজন। এখনো পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, আর জী কর মেডিকেল কলেজে করোনা টেস্টিংয়ের জন্য আইসিএমআর এর কাছে আবেদন জানানো হয়েছে। যদি এই সমস্ত মেডিকেল কলেজে করোনার টেস্টিংএর কাজ শুরু করা হয় তাহলে করোনা আক্রান্তের যাঁচাই বেশি করে করা সম্ভব হবে।
« PREV
NEXT »

No comments