BREAKING NEWS
latest

করোনা টেস্টিং কীট ঠিক ভাবে কাজ করছে না, দুই দিনের জন্য বন্ধ করোনা পরীক্ষা

Problem in Coronavirus Testing Kit
করোনা সংক্রমণের পরীক্ষার কিট নিয়ে প্রশ্ন ওঠায় দু দিনের নিষেধাজ্ঞা জারী। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর  দ্রুত টেস্টিং কিটে ত্রুটির অভিযোগ পাওয়ার পর সব রাজ্যগুলিকে এই পরীক্ষা দুই দিনের জন্য বন্ধ রাখতে বলেছে। একটি প্রতিবেদন অনুসারে অভিযোগ ছিল যে পরীক্ষার কিটে ফলাফল সঠিকভাবে আসছে না। অভিযোগ পাওয়ার পর আইসিএমআর বলেছিল যে কিটটি পরীক্ষা করা হবে এবং তার পরেই  পরীক্ষার অনুমতি দেওয়া হবে।

কাউন্সিল বলেছিল যে কয়েকটি রাজ্য করোনা সংক্রমণের  হার ৬ শতাংশ থেকে ৭১শতাংশ - এর মধ্যে রয়েছে। কিন্তু দ্রুত অ্যান্টিবডি  থেকে পরীক্ষার ফলাফল হিসাবে এটি অগ্রণযোগ্য। ট্র্যাকিং ট্রেন্ডগুলির দ্রুত  পরীক্ষার জন্য সরকার পরিকল্পনা নিয়েছেন।

মঙ্গলবার সকালে, দেশের মধ্যে প্রথম রাজস্থানে করোনা সক্রমণের পরীক্ষার ফলাফল সঠিন আসছিল না তাই পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পলিমারেজ চেইনের সাথে সম্পর্কযুক্ত না হওয়ায় এই কিটটি ব্যবহার করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিআর। এটি অন্যান্য অনেক রাজ্য পরীক্ষা বন্ধ করে দিয়েছে সারা দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রাজ্যে করোনা আক্রান্তে মৃত্যু এরই ২ জনের, ২৪ ঘন্টায় ২৩টি নতুন কেস

West Bengal Coronavirus Patient Increase

রাজ্যে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে শেষ ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে ২৩ টি নতুন করোনা আক্রান্ত রুগী হয়েছে আর এই মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১৭৮ দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে আরো ২ জনের আর এই নিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টি।

রাজ্যের বর্তমান অবস্থার কারণে মালদা মেডিকেল কলেজে আজ থেকে শুরু হতে চলেছে করোনার টেস্টিং। এছাড়া রাজ্য সরকার জানিয়েছেন শুধুমাত্র সরকারি হাসপাতাল নয় বরং রাজ্যের বেসরকারি হারপাতালগুলিও  কোরোনার চিকিৎসা করতে পারে। জানানো হয়েছে, যে সমস্ত প্রাইভেট হাসপাতাল যদি মনে করে তারা করোনার চিকিৎসা করতে পারবে তাহলে তারা করোনার চিকিৎসা করতে পারে। কোরোনার থেকে লড়াইয়ে সকলকে সমান কাজ করতে হবে।

করোনা টেস্টিংয়ের জন্য আইসিএমআর এর মঞ্জুরি দেওয়া একান্তই প্রয়োজন। এখনো পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, আর জী কর মেডিকেল কলেজে করোনা টেস্টিংয়ের জন্য আইসিএমআর এর কাছে আবেদন জানানো হয়েছে। যদি এই সমস্ত মেডিকেল কলেজে করোনার টেস্টিংএর কাজ শুরু করা হয় তাহলে করোনা আক্রান্তের যাঁচাই বেশি করে করা সম্ভব হবে।

গুগল বাজারে আনতে চলেছে "গুগল স্মার্ট ডেবিট কার্ড", জেনে নিন এই কার্ড সমর্কে সব কিছু

Google Working on Smart Debit Card

গুগল দুনিয়ার সবথেকে বড় কোম্পানি যার প্রায় অধিকাংশ জিনিস আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, সেটা ইন্টারনেটে কোনো জিনিস সার্চ করা হোক বা ইমেইল পাঠানো এমন কি এই সময়ে তে গুগল পে দ্বারা টাকা পাঠানো বা বিভিন্ন বিল পেমেন্ট করা সবেতেই গুগলের ব্যবহার হয়ে থাকে।

এই বার গুগল এমন একটি জিনিস নিয়ে কাজ করছে যার ফলে আপনার ভবিষৎ অনেকটা বদলে যেতে পারে এবং আপনিও স্মার্ট হয়ে যেতে পারেন। গুগল এখন "স্মার্ট ডেবিট কার্ড" নিয়ে কাজ করছে যা অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই ডেবিট কার্ড আপনার পকেটে থাকা ডেবিট কার্ডকে বদলে দিতে পারে কার এটি সাধারণ কার্ড নয় বরং একটি একটি স্মার্ট ডেবিট কার্ড আর এখন কার না স্মার্ট হতে ভালো লাগে।

গুগল এই স্মার্ট ডেবিট কার্ড তার প্রতিদ্বন্দ্বী এপেলের স্মার্ট কার্ডকে চেলেঞ্জ অবশ্যই জানাবে। এর আগে এপেল এই ধরণের ডেবিট কার্ড তৈরী করেছে। যেহেতু ভারতীয় বাজারে গুগলের প্রভাব বেশি আছে তাই গুগল এর এই স্মার্ট ডেবিট কার্ড ভারতীয়দের জন্য নতুন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে এখন অনেক উৎসাহ দেখা যাচ্ছে।

এই কার্ড ফিজিক্যাল ও ভার্চুয়াল দুই ধরণের কাজ করতে পারবে মানে অনলাইন হোক বা রিটেল শপ সব জায়গাই এই কার্ড ব্যবহার করা যাবে। গুগল এর দ্বারা বানানো এই কার্ডে অনেক স্মার্ট ফিচার্স থাকবে যা এই কার্ড এবং আপনার একাউন্টে থাকা টাকা কে সুরক্ষিত রাখবে। দরকার হিসাবে কার্ডের বিভিন্ন ফিচার্স শুরু ও বন্ধ করা সম্ভব হবে এই কার্ডে ফিঙ্গার প্রিন্টের ও পিনের সাহায্যে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। টাকা ট্রান্সফার করা হোক বা সাধারণ কেনাকাটি সবেতেই ব্যবহার যোগ্য এই ডেবিট কার্ড আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে চলেছে।

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপনার কতটা ক্ষতি হচ্ছে দেখে নিন, কতটা সুরক্ষিত আপনার শরীর

Sanitizer Harmful for Body and Brain

দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সোশ্যাল ডিসটেন্স এই সব মেনে চলেছি আমরা। অর্থাৎ পরিচ্ছন্নতা হল করোনা ভাইরাস থেকে বাঁচার প্রধান উপায়। কিন্তু করোনা সংক্রমণ থেকে বাঁচতে আমরা প্রতিদিন বহুবার হ্যান্ড ওয়াশ করছি। আপনি কি জানেন আপনার হ্যান্ড ওয়াশটি ব্যবহার যোগ্য কিনা? এতে আপনার ক্ষতি হচ্ছে কিনা? আমরা বেশিরভাগই বাজারের চলতি লিকুইড হ্যান্ড ওয়াশই ব্যবহার করি।

বিশেষজ্ঞরা জানালেন, বাজারে চলতি লিকুইড হ্যান্ড ওয়াশে দুটি রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। ট্রাইক্লোসান ও ট্রাইক্লোকার্বন নাম দুটি রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। এই রাসায়নিক উপাদানগুলি জীবাণু নষ্ট করলেও এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই রাসায়নিক উপাদানগুলি অতিরিক্ত ব্যবহারে আমাদের শরীরে ক্ষতি করে। মস্তিকে না না সমস্যা দেখা দিতে পারে। মার্কিন গবেষণাগারে পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। তাঁদের দাবি শুধু হ্যান্ড ওয়াশেই নয় টুথপেস্ট, সাবান, মাউথ ওয়াশ এছাড়া ডিটারজেন্ট পাউডারে এই সব রাসায়নিক পাওয়া গিয়েছে। তাই আমাদের উচিত এই সমস্ত কিছু ব্যবহার করার আগে ভালো করে দেখে শুনে ব্যবহার করা উচিত।

সকল বিশেষজ্ঞরা বলেছেন অয়ালকোহোল দিয়ে তৈরি পণ্য দিয়ে জীবাণু মুক্ত করা যাবে। কিন্তু আমাদের হাত হ্যান্ড ওয়াশ দিয়ে না ধুলে কিভাবে পরিষ্কার করা যাবে?

তাই বাজারের চলতি হ্যান্ড ওয়াশ ব্যবহার না করে বাড়িতে হ্যান্ড ওয়াশ বানিয়ে নিন। শিশুদের সাবানে ওই সব রাসায়নিক ব্যবহার করা হয় না। আপনি ওই সাবান ব্যবহার করতে পারেন। গ্লিসারিন, ডাক্তারি স্পিরিট এই সব উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন হ্যান্ড ওয়াশ। এতে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আর আপনি সুরক্ষিতও থাকবেন। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন।

অভিনেতা গোবিন্দা ও রানী মুখার্জীর প্রেমের অজানা রহস্য, জানলে অবাক হবেন

Actor Govinda and Rani Mukharjee Secret Love Affairs
বলিউড ইন্ডাস্টিতে অভিনেতা গোবিন্দার নাম সকলের চেনা। গোবিন্দার পুরো নাম গোবিন্দা আহুজা। ইন্ডাস্টিতে সকলেই গোবিন্দ নামতেই বিখ্যাত। গোবিন্দা ভক্তদের কাছে একজন খুব প্রিয় অভিনেতা। এছাড়াও তিনি নাচে এবং কৌতুকরসের জন্যও বিখ্যাত ছিলেন। তিনি শুধু ভক্তদেরই মন জয় করেননি, ইন্ডাস্টিতেও তাঁর স্বভাব প্রেমিক সুলভ ছিল। সকলেই সহজেই তাঁর প্রেমে পড়তেন। তাঁর প্রেমে শুধু ভক্তরাই প্রেমে পড়তেন না অভিনেত্রীরাও তাঁর প্রেমে পড়তেন। ১৯৮৫ সালে তিনি প্রথম বলিউড ইন্ডাস্টিতে পা রাখেন। তাঁর প্রথম ছবি তন বদন। ইন্ডাস্টিতে আসার দুই বছর পরেই তিনি সুনিতা আহুজাকে বিয়ে করে নিয়ে ছিলেন। অভিনেতা গোবিন্দা অনেক বলিউড অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি বিয়ের পরেও একজন খ্যাত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই সম্পর্কের জন্য তাঁর বিবাহিত জীবন ভাঙনের অবস্থায় পৌঁছেছিল। নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছা করছে কে সেই নায়িকা?

রানি মুখোপাধ্যায় নব্বই দশকের গোবিন্দার সহ অভিনেত্রী ছিলেন। তাঁরা দুজনে সুপারহিট জুটি ছিলেন। রানি মুখ্যোপাধ্যায় ইন্ডাস্টিতে পা রেখেই গোবিন্দার সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। শুটিং ফ্লোরে তাঁরা সব সময় একসাথেই থাকতেন এভাবেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ইন্ডাস্টিতে তাঁদের সম্পর্ক নিয়ে সবাই কানাঘুষো করতেন। কিন্তু গোবিন্দা তাঁর বৈবাহিক জীবনে সুখীই ছিলেন।

সুনিতা আহুজা সব কিছু জানতেন। তিনি জানতেন গোবিন্দা রানি মুখোপাধ্যায় অনেক দামি দামি গিফট দিয়েছেন। তা সত্বেও তিনি কিছু মুখ খুলতেন না। কিন্তু এক সময় এক সাংবাদিক সকালে রানির বাড়িতে ইন্টারভিউ এর জন্য গিয়ে গোবিন্দাকে নাইট ড্রেসে দেখতে পান। তখন সেই সাংবাদিক গোবিন্দাকে প্রশ্ন করাই গোবিন্দা বলেন তিনি ভাগ্যে বিশ্বাস করেন। তাঁর দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে। তাঁর স্ত্রী কে প্রস্তুত থাকতেও বলেছেন। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে গোবিন্দার স্ত্রী সুনিতা বাড়ি ছেড়ে চলে যান। সেই সময় রানিও গোবিন্দাকে জোড় দেন বিয়ে করার জন্য। সেই সময় গোবিন্দ তাঁর সন্তানদের বেশী গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বিবাহিক জীবন ছাড়তে চাননি সেটা রানি বুঝতে পেরে ব্রেক আপ করে দিয়েছিলেন। অনেক বছর বাদ অর্থ্যৎ ২০১৪ সালে রানি মুখ্যোপাধ্যায় আদিত্য চোপড়াকে বিয়ে করেন।

বাদশার এই বাংলা লিরিক্স গান যা এখনো পর্যন্ত ২০ কোটি মানুষেরা দেখেছে

Badshah Genda Phool Song Jacqueline Fernandez
বিখ্যাত র‍্যাপার বাদশা কিছুদিন আগে বাংলা লিরিক্স যুক্ত একরি র‍্যাপ গান ইউটিউবে ছাড়েন আর কয়েক সময়ের মধ্যে এই গান প্রতিটি মানুষের মুখে মুখে পৌঁছে যায় তাতে সে বাঙালি হোক বা না হোক। গেন্দা ফুল নাম এই গান টি এখনো পর্যন্ত প্রায় ২০ কোটি মানুষেরা দেখে ফেলেছে আর এর চাহিদা আরো বেড়ে চলেছে।

যুবক যুবতীদের মধ্যে এই গান খুবই লোকপ্রিয় হয়ে দাঁড়িয়েছে, যুবক যুবতীরা এই গানের তালে ডান্স করে বা এই গান নিজের গলায় গেয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে আপলোড করে যাচ্ছে, যে যেভাবে পারছে এই গানটি নিজের হিসাবে করে তুলছে। সোশ্যাল মিডিয়াতেও এই গান কে নিয়ে অনেক পোস্ট প্রতিনিয়ত হয়ে চলেছে কেউ গানের প্রসঙ্গ করছে কেউ আবার এই নিয়ে আলোচনা করছে।
এই গেন্দা ফুল গানটির মধ্যে বাংলায় কিছু জনপ্রিয় লিরিক্স যোগ করা হয়েছে যার ফলে গানটি আরো প্রভাব ফেলেছে। গানটির মধ্যে "বড় লোকের বেটি লো তোর লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল" এই বাংলা লিরিক্স যোগ করা হয়েছে যা এমনিতেই বাঙালিদের মধ্যে খুব লোকপ্রিয়।

এই গানে জেকলিন ফার্নান্ডিস অভিনেত্রী কে বাঙালি ও আকর্ষক ভাবে দেখানো হয়েছে। বাঙালি কালচার ও বাঙালি লিরিক্সের জন্য এই গান বাঙালিদের কাছে আরও জনপ্রিয় হয়েছে।

৭ লক্ষের বেশি করোনা আক্রান্ত আমেরিকায়, মৃত্যু ৩৭ হাজারের বেশি

usa corona reports
কোরোনার রূপ দিন দিন বাড়তে চলেছে আর এই ভাইরাসের ফলে বিশ্বের বড় বড় দেশগুলির স্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই ভাইরাসের কারণে আমেরিকার স্থিতি প্রত্যেক সময়ে খারাপ হতে চলেছে। করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে এই সময়ে সর্বাধিক ভয়াভহ স্থিতি আমেরিকার। আমেরিকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

বর্তমান করোনা রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত (১৮/০৪/২০২০, ৪:০৮:২৪ PM) আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ৬ হাজারের বেশি হয়ে গেছে। আর এই করোনা ভাইরাসের ফলে প্রায় ৩৭ হারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যা ইটালির থেকে প্রায় ডবল হতে চলেছে। আমেরিকার সবথেকে বড় শহর নিউ ইয়র্কে সর্বাধিক মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে প্রায় ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কোরোনার কারণে আমেরিকায় বেরোজগারের হার প্রায় ২.৮% থেকে ৪.৪% পর্যন্ত বেড়েছে এর ফলে প্রায় ১০ লক্ষেরও বেশি লোকেরা বেকার এবং কাজ বিহীন হয়ে পড়েছে। রিপোর্ট অনুসারে বলা হয়েছে যদি এই ভাবে আমেরিকায় করোনা স্থিতি থাকে তাহলে বেকারত্বের সংখ্যা আরো বাড়তে পারে।

এখনো পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২,২৫৯,৩১৭ দাঁড়িয়েছে এবং করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৫৪,৬৯৪ দাঁড়িয়েছে যা সারা বিশ্বের জন্য খুবই ভয়ের কারণ। কিছু বড় দেশের আগামী দুই সপ্তাহের করোনা থেকে সুরক্ষার কাজের ওপর নির্ভর করছে করানোর আক্রান্তের স্থিতি।

বেড়েই চলেছে রাজ্যে করোনার সংক্রমণের সংখ্যা, পুলিশ সুপারদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

corona infections is increasing in the west bengal
রাজ্যে করোনার সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। আজ রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে ১৬২তে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গা থেকে ৯০ শতাংশ করোনায় সংক্রামিত হওয়ার খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া ভাষায় জানিয়েছেন আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্যের যে সমস্ত জায়গা থেকে সংক্রমণের হার বাড়ছে অর্থাৎ যে সমস্ত এলাকা রেড জোনে রয়েছে সেই সমস্ত এলাকাগুলো পুরোপুরিভাবে লকডাউন হবে। দরকার হলে আরও পুলিশ বাড়ানো হবে। পুলিশদের আরও কঠোর হতে হবে। বাড়ির বাইরে কাউকে বেরোতে দেওয়া হবে না। দরকার হলে প্রয়োজন সামগ্রী পুলিশ বাড়িতে পৌঁছে দেবে। রাজ্য সরকার হাওড়া, উত্তর ২৪ পরগনা রেড জোন ষ্টার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হাওড়া ও কলকাতার কয়েকটি এলাকা নিয়ে চিন্তিত রয়েছেন।

স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে কয়েকটি এলাকা থেকে গত দুদিনে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাওড়া, উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি অঞ্চল কড়া লকডাউন পালন করতে হবে। কেউ কোনোমতেই বাড়ির বাইরে বেরোতে পারবেন না। বাজারে পাঁচজনের বেশি থাকা চলবে না। যে সমস্ত মানুষ লকডাউন  না মানবেন তাদের উচিৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি ১৪ দিন সময় দিয়েছেন পুলিশ প্রশাসনকে, ১৪ দিনের মধ্যে গ্রিন জোনে আনার দাবি করেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত ডাক্তার ও নার্সরা করোনার চিকিৎসা করছেন তাদের যেন কোনোভাবে বিরক্ত করা না হয়।  তারা ঠিকঠাক প্রোটেকশন নিয়েই চিকিৎসা করছেন। তিনি বলেছেন এভাবে চললে রাজ্যের অবস্থা খারাপ হয়ে যাবে। পুলিশদেরকে সঠিক প্রটেকশন নেওয়ার কথা বলেছেন। বার বার সানিটাইস করতে বলেছেন। তিনি বলেছেন আর না অনেক হয়েছে। তিনি আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন।

রাজ্য সরকার করোনা লকডাউনে ভিন রাজ্যের বাঙালিদের দিচ্ছে টাকার সাহায্য, জানুন কারা পাবে এই টাকা

sneher poros scheme west bengal
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। রাজ্য সরকার লক ডাউন বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য রাজ্যে আটকে রয়েছেন বহু বাঙালী শ্রমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের কথা চিন্তা ভাবনা করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যাতে অন্য রাজ্যে থাকা বাঙালী শ্রমিকদের কোনো অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ভিডিও কনফারেন্স করে ঘোষণা করেছেন অন্য রাজ্যে আটকে থাকা বাঙালী শ্রমিকদের জন্য অনলাইনে টাকা পাঠানো হবে।

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে আটকে থাকা শ্রমিকদের এক গ্রূপের সাথে কথা বলেছেন। ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা চাল-ডাল পেলেও তাদের সব্জি কেনার টাকা নেই। তাদের পকেটমানি পাঠানোর কথা চিন্তা করেই এই প্রকল্পটির সিদ্ধান্ত নিয়েছেন। স্নেহের পরশ নামে প্রকল্পটির মাধ্যমে প্রত্যেক বাঙালী শ্রমিকে এক হাজার টাকা করে পাঠানো হবে।

সোমবার থেকেই এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। অন্য রাজ্যে আটকে থাকা বাঙালী শ্রমিকদের যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়। প্রত্যেক শ্রমিক অনলাইনের মাধ্যমে স্নেহের পরশ প্রকল্পটির সাহায্যে এক হাজার টাকা পেয়ে যাবে। যে সমস্ত শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গেছেন আর সেখানে লক ডাউনে আটকে পড়েছেন তাদের একাউন্টে সরাসরি পৌঁছে যাবে এক হাজার টাকা। স্নেহের পরশ প্রকল্পটির মাধ্যমে পৌঁছে যাবে রাজ্যের বাইরে থাকা বাঙালী শ্রমিকদের হাতে।

খবরের কাগজের জন্য করোনা হবার ভয় নেই, জানালে বিশেষজ্ঞরা

News Paper in Coronavirus
করোনা ভাইরাসের জন্য এই সময়ে সমস্ত জায়গায় লকডাউন চলছে আর করোনা ভাইরাস নিয়ে সঠিক তথ্যের জন্য আপনারা খবরের কাগজের ও বিভিন্ন নিউজ চেনেলের ওপর নির্ভর থাকেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে যেহেতু এই করোনা ভাইরাস এই জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় তাহলে যেই খবরের কাগজ আপনাদের বাড়িতে আসছে তার ফলে কি করোনা ভাইরাস ছড়াতে পারে ?

এই প্রশ্নের উত্তরে বিভিন্ন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে খবরের কাগজের জন্য করোনার ভয় পাবার কোনো প্রয়োজন নেই, আপনাদের বাড়িতে আসা খবরের কাগজ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত আর এর ফলে কোনো ভাবে করোনা ভাইরাস ছড়ায় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন খবরের কাগজ ছাপা থেকে বিতরণ পর্যন্ত অনেক প্রকারের সুরক্ষার কাজ করা হয়ে থাকে। খবরের কাগজের ছাপাইয়ের জন্য পেট্রোলিয়াম বেস্ট ইংকের ব্যবহার করা হয়ে থাকে যার ফলে কোনো ভাইরাস টিকতে পারে না। এছাড়া খবরের কাগজে সেনেটাইজার স্প্রে দ্বারা সুরক্ষিত করা হচ্ছে। বেশিরভাগ খবরের কাগজের প্রিন্টিং প্রেসে ছাপাই থেকে প্যাকিং করা পর্যন্ত সমস্ত কাজ মেশিনের দ্বারা হয়ে থাকে এর জন্য খবরের কাগজ কে সুরক্ষিত বলে জানানো হয়েছে।

সঠিক খবরের জন্য খবরের কাগজ পড়ুন ও ন্যাশেনাল প্রমাণিত নিউজ চ্যানেল দেখুন, সোশ্যাল মিডিয়ার খবরের ওপর ভরসা করবেন না। হোয়াটস্যাপ বা অন্নান্য মেসেনজিং এপ্লিকেশন দ্বারা ছড়ানো ভুল খবর বা গুজবে কান দেবেন না বা এমন ভুল খবর বিশ্বাস করবেন না। কোনো রকম ভুল খবর বা গুজব শেয়ার করবেন না। বাড়িতে থাকুন সুরক্ষিত থাকুন।